ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

ক্যারিয়ার বাঁচাতে ‘টাইটানিক’ অভিনেত্রীর সঠিক সিদ্ধান্ত 

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৩, ১৪:০৩
ছবি : সংগৃহীত

তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের অভিনয়–জাদুতে মুগ্ধ করে আসছেন ‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেট। সবার মতো এই অভিনেত্রীর জীবনেও আছে কালো অধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানান, একটা সময় সিনেমা থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল তার। যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তার এমন খ্যাতি, তা একটা সময় ছেড়ে দেবেন এমন পরিস্থিতি ছিল তার জন্য ভীষণ কষ্টের।

মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের সেই খারাপ সময় কখনও ভুলতে পারব না। জিম (সাবেক স্বামী) আমার জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমার পরিবার, বন্ধুবান্ধব সবার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিল সে।’

শুধু পরিবার কিংবা বন্ধু নয়, সিনেমা থেকেও দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন জিম, এমনটাই জানালেন কেট উইন্সলেট। তিনি বলেন, ‘সিনেমার কোনো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব এলে জিম সেগুলো আমাকে করতে নিষেধ করত। সে আমাকে বলত অগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। সে সময় আমি ব্যাপারটি বুঝে উঠতে পারতাম না। কিন্তু পরে বুঝতে পারি, সে কখনই চাইত না আমি বিখ্যাত হই। তার ভয়ঙ্কর ইগো সমস্য ছিল। স্ত্রী তার স্বামীর চাইতে বিখ্যাত হবে, তা কখনও মানতে চাইত না জিম।’

এমন অন্ধকারাচ্ছন্ন সম্পর্ক অবশ্য খুব বেশিদিন টেনে নেননি কেট উইন্সলেট। ২০০১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ক্যারিয়ার বাঁচাতে বিচ্ছেদের মতো কঠিন পথে হাঁটতে দ্বিতীয়বার ভাবেননি উইন্সলেট।

এরপর ২০০৩ সালে পরিচালক স্যাম মেন্ডেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কেট। মেন্ডেজ-কেট দম্পতির সন্তান ছেলে জো আলফি উইন্সলেট মেন্ডেজ। ২০১০ সালে কেট-মেন্ডেজ সম্পর্কের ইতি ঘটে।

তারপর বর্তমান স্বামী নেড রকনরোলের সঙ্গে সম্পর্ক গড়েন কেট উইন্সলেট। ২০১২ সালে বিয়ে করা কেটের এটি তৃতীয় বিয়ে হলেও নেডের দ্বিতীয় বিয়ে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ