নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সাফটা চুক্তির মাধ্যমে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানটি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির ২ দিন পরই বাংলাদেশের দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ‘পাঠান’ ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ক্যামিও হিসেবে আছেন সালমান খান আর হৃতিক রোশন। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ