নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সম্প্রতি ‘ভাগ্য’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেন মুন্না খান।
মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে।
ভাগ্য’তে নিপুণ অভিনয় করেছেন ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে। চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। একসময় চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেয় মেয়েটি।
এ সিনেমা প্রসঙ্গে নিপুণ বলেন, গল্প বেশ ভালো। সামাজিক গল্প। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।
হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে সিনেমায় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ।
এর কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস।
এর আগে নিপুণ ও মুন্না ‘ধূসর কুয়াশা’ নামে একটি সিনেমা করেন। উত্তম আকাশের পরিচালনায় সেটি মুক্তি পায় ২০১৮ সালে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ