নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গত কয়েক বছরে অনবদ্য অভিনয় দিয়ে নাট্যাঙ্গনে আলোচনায় এসেছেন মুশফিক আর ফারহান। বছরজুড়েই গল্পনির্ভর নাটকে তার দেখা মেলে।
নতুন বছরের শুরুতেই তানজিন তিশাকে সঙ্গে নিয়ে আলোচনায় এলেন জনপ্রিয় এই অভিনেতা। নির্মাতা মহিদুল মহিম পরিচালিত ‘কঞ্জুস’ নামের নতুন একটি নাটক নতুন বছরে এসে নেটিজেনদের কাছ থেকে তুমুল প্রশংসা কুড়াচ্ছেন তিশা-ফারহান জুটি।
গত মঙ্গলবার দুপুরে সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘কঞ্জুস’ গেল ৩ দিনে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) এটি দেখেছেন প্রায় ৫৬ লাখ ১১ হাজার ১৬৫ জন মানুষ। আর কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ৪ হাজার। বলতে গেলে যার পুরোটাই ইতিবাচক মন্তব্য।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ