নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভারতের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী।
গত ২১ ডিসেম্বর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়লে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
কিছুটা সুস্থ হলে গতকাল রাতে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু মঙ্গলবার ভোর চারটার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ