ঢাকা, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০, ৭ রবিউল আউয়াল ১৪৪৫

ইবিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ০২:৩২

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ক্লাবের সভাপতি শাহীনুর ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি পরিচালক মোস্তাফিজুর রহমান বাবলা, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল মান্নান মেজবাহ, শাখা ছাত্রলীগ মুজাহিদুল ইসলাম, শাখা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. শাজাহান মণ্ডল বলেন, খেলার মাধ্যমে শৃঙ্খলাবোধর শিক্ষা পাওয়া যায়। কেউ যদি নিয়মিত খেলাধুলা করে এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলে সে অবশ্যই একজন ভালো ছাত্র হয়ে গড়ে উঠবে। তোমরা এই খেলার মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে অনেক দূর এগিয়ে যাবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগকে নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে লড়াই করে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট। ১৬ ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ