ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জে পদক পেলেন শাবিপ্রবির ৮ শিক্ষার্থী

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২০:৩০

আন্তর্জাতিক ইয়ুথ গণিত চ্যালেঞ্জ-২০২৩ প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক ইয়ুত গণিত চ্যালেঞ্জ-২৩ এ শাবিপ্রবির তত্ত্বাবধায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। আমার তত্ত্বাবধানে বিগত কয়েক বছর অংশগ্রহণ করে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় এসব পদক অর্জন করছেন। আগামীতে আশা করি এ অর্জন আরও বৃদ্ধি পাবে। যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে বলে মনে করি।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০২০-২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ইসরাত জাহান রাইসা, ২০২১-২২ শিক্ষাবর্ষের একই বিভাগের মো নাজমুল ইসলাম।

সিলভার পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০২০-২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের সজিব দাস, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আলভি মোল্লা।

অন্যদিকে, ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০১৮-১৯ গণিত বিভাগের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও পদার্থবিজ্ঞানের তন্ময় ভৌমিক।

জানা যায়, এবারের আন্তর্জাতিক ইয়ুথ গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মোট ৯৮ টি দেশের সাড়ে পাঁচ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে তত্ত্বাধায়ক হিসেবে ছিলেন প্রায় ১ হাজার ৩শ’ শিক্ষক। প্রতিযোগিতাটি কোয়ালিফিকেশন রাউন্ড, প্রি-ফাইনাল ও ফাইনাল মোট তিনটি পর্বে সম্পন্ন হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ