ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

স্বল্প সম্পদ দিয়েও বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : হানিফ

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ১৮:২৬

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বল্প সম্পদ দিয়েও বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ আখ্যা দিয়েছিল তারা আজকে এই দেশকে উন্নয়নশীল দেশ বলে স্বীকৃতি দিচ্ছে। আর এই উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনা।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীতে অনেক অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র আছে। কিন্তু আন্তর্জাতিক কনফারেন্স হলে যদি বিশ্বের ১০ জনকে দাওয়াত করা হয় তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়। শেখ হাসিনা দেশকে সেই মর্যাদা নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

হানিফ বলেন, যোগ্য লিডারশিপের মাধ্যমে একটা দেশকে এগিয়ে নেওয়া যায় তা প্রধানমন্ত্রী আজ প্রমাণ করেছেন। বাংলাদেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পেয়েছে। শেখ হাসিনা অজস্র উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি দেশকে উন্নয়নের পেছনে দূরদর্শী ভিশন থাকা প্রয়োজন সেটিও প্রমাণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী।

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-উপাচার্য ও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম।

ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ