নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন প্রজাপতিদের (নবীন শিক্ষার্থী) বরণ করে নিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতের খ্যাতিমান শিল্প শিক্ষক শুভা দে ও ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।
এছাড়াও বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম, রায়হান উদ্দীন ফকির, রফিকুল ইসলাম, তানিয়া আফরোজ ও অনিন্দিতা হাবীব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রজাপতি বরণের দুইটি অংশের প্রথম অংশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথি ও নবীন শিক্ষার্থীদের গাছ দিয়ে দিয়ে বরণ করে নেয় বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আগ্রহ ও উদ্দীপনা দেখে আমার মনে হয় এই বিভাগ আন্তজার্তিক পর্যায়েও সাফল্য লাভ করবে। এসময় তিনি বিভাগের উন্নতি ও নিজেদের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের এগিয়ে যেতে নির্দেশনা প্রদান করেন।
দ্বিতীয় অংশে বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় নাচ, গান, কবিতা, নাটকসহ নানা ধরনের পরিবেশনায় মেতে উঠেন শিক্ষক শিক্ষার্থীরা।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ