নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
'শান্তির বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্টুডেন্ট'স অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়ার (সেইভ) এর আয়োজনে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে এ উপলক্ষে একটি র্যালি শুরু হয়ে নজরুল ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা সেইভের মডারেটর মো. মাসুদুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ।
সেইভের নজরুল বিশ্ববিদ্যালয় শাখার কো টিম লিড- ইয়ুথ ডেমোক্রেসি মেহেদী হাসান পল্লব বলেন, ২ রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা ও পরচর্চা থেকে পরিত্রাণের মাধ্যমে একটি সহজাতপূর্ণ ও ঔদার্যবোধ সম্পন্ন সমাজ ও বিশ্ব সৃষ্টির লক্ষ্য এই দিনটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির এই সংকট কালে দেশ ও বিশ্বকে সম্পৃতির বন্ধনে আবদ্ধকরণে অহিংসা চর্চা ও আন্দোলনের গুরুত্বপূর্ণ পরিলক্ষিত। তাই আজকের এই দিনে সকল পেশা, শ্রেণি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে শোষণ, নিপীড়ন ও সকল অন্যায়, হিংসা, নিন্দাকে পেছনে ফেলে সম্প্রতির বিশ্ব নির্মাণে এক হয়ে কাজ করতে হবে।
কো টিম লিড- ক্যাম্পাস রেজিল্যান্স ইমলান আহামেদ ইমু বলেন, Peace Tolerance & Diversity মটোকে ঘিরে সেইভ ইয়ুথের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে র্যালিতে অংশ নিতে পারায় ও সমাজে শান্তির বাণী পৌঁছাদিতে কাজ করার সুযোগ পেয়ে একজন তরুন লিডার হিসেবে ধন্য মনে করছি।শান্তির বাংলাদেশ বিনির্মানে তরুন নেতৃত্ব ও সেইভ ইয়ুথের এই পথচলা বয়ে যাক হাজার বছর।
সেইভের নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার শিশির বলেন, সেইভ ইয়্যূথ লিডারগণ সর্বদা কাজ করে যাচ্ছে তরুণদের মাঝে শান্তি, সাম্য,অধিকার, সহিষ্ণুতা ইত্যাদি মৌলিক বিষয়ে সচেতন করতে। এর অংশ হিসেবেই ‘শান্তির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করে সেইভ ইয়ুথ নজরুল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার। আমাদের এরকম কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সেইভ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্ন প্লাটফর্ম।
নয়া শতাব্দী/এসআরমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ