ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

অনড় শিক্ষক সমিতি ও প্রশাসন, বাড়ছে শিক্ষার্থীদের হতাশা

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৩, ১৭:০০

দাবি আদায়ে অনড় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। প্রশাসন রয়েছেন নীরব ভূমিকায়, নিচ্ছেন না কোনো সমাধানের উদ্যোগ। শিক্ষার্থীরা বলছেন হতাশার কথা।

ছয় দফা দাবি আদায়ে আজ (মঙ্গলবার) তৃতীয় দিনের মতো সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। গতকাল (২ অক্টোবর) শিক্ষকদের সাথে উপাচার্যের মিটিং হওয়ার কথা থাকলেও আগামী বোরবারের আগে মিটিংএ বসতে পারবেন না উপাচার্য বলে জানিয়ে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

এদিকে, করোনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগই এক থেকে দেড় বছর সেশনজটে রয়েছে। সামনে পূজার ছুটি এখন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থীরা বলছেন, আমাদের কথা কে শুনবে? কার কাছে আমরা সমাধান পাবো? দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে একজন শিক্ষার্থী কিভাবে দিন কাটায়? কার কাছে বলবো ৪ বছরের গ্রাজুয়েশন ৫ বছরেও শেষ করতে পারলাম না? কাকে বলবো এই সমস্যা আর কেই বা শুনবে? সেশনজট না কমিয়ে, এখন আবার সব বন্ধ? আমরা যাবো কই প্রশ্ন থাকলো সবার কাছে?

এ বিষয়ে রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান বশেমুরবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, রিজেন্ট বোর্ড কিছু প্রমোশন আটকে দিয়েছে। সবাই কি প্রমোশন পাবে নাকি? যেই আইন আগে ছিল, সেটি (সাবেক উপাচার্য) নাসিরউদ্দিনের আমলের আইন। রিজেন্ট বোর্ড নাসিরউদ্দিনের আমলের আইন মানতে চাচ্ছে না। গত রিজেন্ট বোর্ড যেটি পাশ করছে শিক্ষকরা সেটি রিভিউ করতে বলেছে। রিজেন্ট বোর্ড ক্ষেপে গেছে, ৬ মাস হলো না শিক্ষকরা রিভিউ করতে বলছে এটি রিভিউ কোনোদিনো হবে না। রিজেন্ট বোর্ড যেটি মনে করে সেটির যৌক্তিক কারণ আছে, চ্যান্সেলরও সেটি মানতে পারে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ৩৬ তম রিজেন্ট বোর্ড। বোর্ডে শিক্ষক সমিতির দাবি সমূহ অনুমোদিত না হওয়ায় তারা একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ