নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং সামাজিক বিজ্ঞান (Humanities and Social Sciences) নিয়ে তৃতীয় আন্তজার্তিক কনফারেন্স-২০২৪ (3rd International Conference-2024) আয়োজনে কমিটি গঠিত হয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই কনফারেন্সে আয়োজক কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষক।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত জাককানইবি/রেজি: দিউস/৯১/০৭/পাট-০৩/ অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. জিল্লুর রহমান পল (সহযোগী অধ্যাপক, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ)। সদস্য হিসেবে রয়েছেন রায়হানা আক্তার (বিভাগীয় প্রধান, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ), আজিজুর রহমান (বিভাগীয় প্রধান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নগরবাসী বর্মন পার্থ (বিভাগীয় প্রধান, চারুকলা বিভাগ), ড. মো. কামাল উদ্দীন (বিভাগীয় প্রধান, টি.পি. এস. বিভাগ), ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ (বিভাগীয় প্রধান, ফোকলোর বিভাগ), অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার (সঙ্গীত বিভাগ), ড. কল্পনা হেনা রুমি (সহযোগী অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ), মো. শাহনেওয়াজ খান (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), জান্নাতুল নাঈম (সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ), ড. মো. নুরুজ্জামান খান (সহকারী অধ্যাপক, পপুলেশন সায়েন্স বিভাগ) ও মো. মাসুদুর রহমান (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ)। এ ছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন তানিয়া আফরিন তন্বী (সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ)।
আহ্বায়ক ড. জিল্লুর রহমান পল বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পৃক্তকরণে উপাচার্য মহোদয়ের এ উদ্ভাবনী কর্ম-উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আয়োজনে আমাকে ও আমার টিমকে দায়িত্ব প্রদানের জন্য স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উপাচার্যের দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান নিয়ে ৩য় আন্তর্জাতিক কনফারেন্স-২০২৪ সফলভাবে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর বলেন, উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারের দিকনির্দেশনায় ইতোমধ্যেই ২টি আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কনফারেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে মানবিক ও সামজিক বিজ্ঞান নিয়ে ৩য় আন্তর্জাতিক কনফারেন্স-২০২৪ আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটি গঠিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন মটোকে সামনে রেখে এগিয়ে চলা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ