নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘Use of Minimum Perpendicular Distance Squared Method in Regression Coefficient Estimation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দফতরের অফিস প্রধান প্রফেসর ড. মো. আজিজুল হক, বিএনসিসির পরিচালক ড. মুহাম্মদ রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সেমিনারে পরিসংখ্যান বিভাগসহ অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নয়া শতাব্দী/এসএ/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ