ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমরা কেমন নেতৃত্ব চাই

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২

আমার শৈশবের আকাশের মত স্বপ্নগুলো, আমার কৈশরের কিশোর মনের ভাবনাগুলো- যেখানে মিলেমিশে একাকার, আমার সেই আবেগের সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।

দীর্ঘ ৬ বছর ৪ মাস পর আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্ধারণের জন্য কর্মীসভার আহ্বান করা হয়েছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইকে।

ছাত্রলীগের ঘাটি হিসেবে পরিচিত বিদ্রোহী কবির স্মৃতি বিজরিত নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ, ছাত্রলীগের প্রতিটি কর্মী আজ উচ্ছ্বসিত। কর্মীসভাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বজ্র অভিবাদন।

আমরা চাই আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে এমন নেতৃত্ব আসুক। যেন তারা বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবে। আবহমান বাংলার প্রতিচ্ছবি, ১৮ কোটি মানুষের আস্থার একমাত্র জায়গা, বাঙ্গালির ভাগ্য উন্নয়নের একমাত্র কারিগর, গরীব মেহনতি মানুষের স্বপ্নের সারথি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে। পাশাপাশি আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের সামনে প্রচারের মাধ্যমে কাজ করে যাবে। জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখা যিনি নৈতিক দায়িত্ব মনে করবে আমরা এমন নেতৃত্ব চাই।

লেখক : সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ