নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই। তাই শিগগিরই কমিটি দেওয়া হবে। তার জন্য কর্মীসভার আয়োজন হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর ভ্রমণে এসে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
সাদ্দাম হোসাইন বলেন, শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। ছাত্রলীগ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। রংপুর মহানগর, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাসহ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি নেই। অক্টোবর মাসের একটি নির্ধারিত সময়ে কমিটির জন্য টানা ৫ দিন ধরে কর্মীসভা করব। এ সভার মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করব।
বক্তব্য শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের সাথে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রাশিদুন্নবী রাশেদ বলেন, প্রায় একযুগ ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই। কমিটি না থাকায় সাংগঠনিক তৎপরতা শিথিল হয়ে পড়েছে। অনেক নেতৃবৃন্দকে পরিচয় না নিয়েই চলে যেতে হয়েছে। নেতৃবৃন্দের মাঝে একটা বড়সড় জেনারেশন গ্যাপ পড়ে গেছে। বর্তমান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইনের নেতৃত্বে স্মার্ট জেনারেশনের স্মার্ট ছাত্র সংগঠন গড়তে হাবিপ্রবি ছাত্রলীগ সদা তৎপর।
নয়া শতাব্দী/এসএ/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ