নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পূর্ব শত্রুতার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ।বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং সিক্সটি নাইন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় এ সংঘর্ষ শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল এবং রাতে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। সংঘর্ষে অন্তত ৬ জন ছাত্রলীগকর্মী আহত হন।
এদের মধ্যে সিএফসি উপগ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও সিক্সটি নাইন উপগ্রুপের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সিএফসির উপগ্রুপের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
আগের ঘটনার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে পক্ষ দুটি। এসময় সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছেন।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসি গ্রুপের নেতা মির্জা খবির সাদাফ বলেন, গতকাল সব কিছুর সমাধান করা হয়। কিন্তু আজকে সকাল থেকে বিনা উষ্কানিতে ওরা আমাদের ছেলেদের কয়েকবার ধাওয়া দেয়। পরে আমাদের কর্মীরা হলে থেকে প্রতিরোধ করে। আমাদের একজন আহত হয়েছে। সিনিয়রদের সাথে বসে বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, মারামারির নানাবিধ কারণ থাকে। কিন্তু কি কারণে আসলে বারবার ঝামেলা হচ্ছে তা গভীরে গিয়ে দেখতে হবে। পান থেকে চুন খসলেই আধিপত্য বিস্তার করা বা নিজের শক্তিমত্তা দেখানোর জন্য সংঘর্ষ বাধানো উচিত না। এ ব্যাপারে প্রশাসনের সতর্ক হওয়া উচিত ৷ যারা বারবার সংঘর্ষ লাগায় তাদের প্রথমে মানসিক কাউন্সিলিং এবং না শোধরালে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ