ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আউটডোর প্লে গ্রাউন্ডের ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ৯-৮ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় জাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে দলটির অধিনায়ক আরাফ ৩টি, জোসাই মং ৩টি ও ওটিঙ্গ ৩টি করে গোল করেন।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকো।

এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ১৬-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ফাইনালের সেরা খেলোয়াড় ও দলের অধিনায়ক মুমিনুল ইসলাম আরাফ চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হই, তখন থেকেই ইচ্ছা ছিল নিজ বিশ্ববিদ্যালয়কে একটা ট্রফি এনে দেওয়ার। কিন্তু প্রতিবারই আমরা খুব কাছে গিয়ে হেরে যাই ৷ গতবার সেমি ফাইনালে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে ১৩-১৪ গোলের ব্যবধানে হেরে যাই এবং ওই টুর্নামেন্টে আমরা তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করি। তবে এবার আমারদের টিম অনেক ভালো ছিল। তাই আমি নিশ্চিত ছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছি।’

তবে চ্যাম্পিয়ন হলেও আরাফের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমরা এ টুর্নামেন্টে কোনো সহযোগিতা পাইনি। খেলোয়াড়দের জন্য যাতায়াত বাস পর্যন্ত দেয়া হয়নি। খেলোয়াড়দের প্রয়োজনীয় কিট, ব্যাগ কেনার জন্য আমাদের কয়েকজন সিনিয়র আর্থিক সহযোগিতা করেছিলেন। এমনকি তাদের সহায়তায় আমরা মাইক্রোবাস ভাড়া করে খেলতে গিয়েছি।

গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দল নিয়মিত সাফল্য পাচ্ছে। কিন্তু তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয় না বলে অভিযোগ করেছেন হ্যান্ডবল দলের সবচেয়ে সফল খেলোয়াড় মুমিনুল ইসলাম আরাফ।

প্রসঙ্গত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালে ৭টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় দেশের ৭০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ