ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

জিয়া হলের সাবেক শিক্ষার্থী এখন হল প্রভোস্ট

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শহীদ জিয়া রহমান হলে এক বছরের জন্য ১২ম তম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিমুল রায়।

রোববার (১৭ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

শিমুল রায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৪ সালের ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর সিটি ইউনিভার্সিটি অফ হংকং থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ফেলো ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি হলে যোগদান করে নয়া শতাব্দীকে বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই ভাইস চ্যান্সেলর স্যারকে আমাকে এমন একটা পদে নিযুক্ত করার জন্য, আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলাম, তাই এই হল সম্পর্কে আমার অনুভূতি অন্য রকম। আজকে আমি খুবই আনন্দিত, এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছি, যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে হলের যে সার্বিক পরিবেশ, হলের আবাসিক ছাত্র যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে হলের সার্বিক উন্নয়ন করা এবং হলের যে সমস্যাগুলো আছে সেগুলো খুঁজে বের করা সেগুলো সমাধানের জন্য কাজ করবো। হলের কর্মকর্তা এবং কর্মচারী যারা আছে উনাদের সহযোগিতায় হলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেটাই চেষ্টা করবো।

শিমুল রায় বলেন, ছাত্রদের পড়াশোনা যে পরিবেশ এবং অন্যান্য কারিকুলাম এক্টিভিস্ট সেগুলো কিভাবে নিশ্চিত করা যায় এবং সেগুলো কিভাবে উন্নতি সাধন করা যায় সেই লক্ষ্য এবং প্রচেষ্টা সবসময় থাকবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সহযোগিতা করবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ