নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জননেতা আব্দুল মান্নান হলে এক বছরের জন্য ১০তম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার।
রোববার (১৭ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আশরাফ হোসাইন তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়ো মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০১০ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর জাপানের তোহোকু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরাল ফেলো ডিগ্রি অর্জন করেন।
এর আগে, আশরাফ হোসাইন তালুকদার বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।
তিনি রোববার হলে যোগদান করে নয়া শতাব্দীকে বলেন, প্রথমে সময়ের সাথে সাথে সেবার মান উন্নয়ন করা, সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধক ভাব জাগ্রত হয় যখন ভলেন্টারি কাজগুলো করে। সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ