নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকা থেকে উদ্ধার হওয়া মুখপোড়া হনুমানটিকে বাঁচানো গেল না। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের তত্ত্বাবধানে চিকিৎসা ও সেবায় হনুমানটি কিছুটা সুস্থ হলেও খাওয়া-দাওয়া ছেড়ে দেয়ার ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পিএমএসি ভেটেরিনারি টিচিং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হনুমানটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন প্রাধিকারের সভাপতি মাহাদী হাসান ।
মাহাদী হাসান বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি গতকাল রাত ২টা পর্যন্ত প্রাধিকারের সদস্যরা হনুমানটির পাশে ছিল। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরও শেষ পর্যন্ত আমরা হনুমানটিকে বাঁচিয়ে রাখতে পারিনি।’
তিনি আরও জানান, ‘বৈদ্যুতিক শক খেয়ে গাছ থেকে মাটিতে পড়ে যাওয়ার ফলে হনুমানটির একহাতের বৃদ্ধাঙুলি ভেঙে যায় এবং অপর হাতের আরও তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বুকে মারাত্মক জখম ও শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। এছাড়াও গর্ভপাত হওয়ার ফলে মানসিকভাবে ভেঙে পড়ে হনুমানটি। প্রাধিকারের সেবা শুশ্রূষায় হনুমানটি কিছুটা সুস্থ হয়ে কিছুদিন খাওয়া-দাওয়া করলেও পরে খাওয়া-দাওয়া ছেড়ে দেয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। হনুমানটিকে নিয়মিত স্যালাইনও দেয়া হয়েছে কিন্তু শারীরিক উন্নতি হয়নি। হনুমানটির মৃত্যুতে প্রাধিকারসহ বিশ্ববিদ্যালয়ের সবাই ব্যথিত।
এর আগে ৪ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শক খেয়ে হনুমানটি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি হনুমানটিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় হনুমানটিকে ছেড়ে দেয়া হলেও দুর্ঘটনা বসত গাছ থেকে পড়ে গিয়ে অন্তঃসত্ত্বা হনুমানটির গর্ভপাত হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবিরের মাধ্যমে প্রাধিকারের সাথে যোগাযোগ করা হলে তিনি এবং প্রাধিকারের সভাপতি মাহাদী হাসান গিয়ে ঘটনাস্থল থেকে হনুমানটিকে উদ্ধার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ