বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০

চাঁদাবাজি করতে গিয়ে মারধরের শিকার জাবি শিক্ষার্থী 

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮

বহিরাগত দুইজনের কাছে চাঁদা দাবি করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক সরকার।

সৌমিক সরকার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী৷ তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন ও তার গ্রামের বাড়ি যশোর জেলায়।

গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুইজন বহিরাগতকে আটক করে পাঁচ হাজার টাকা দাবি করেন সৌমিক। ওই টাকা নিতে সৌমিক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের এক দোকানের বিকাশ নাম্বার দেন। পরে সৌমিক ওই টাকা নিতে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে দোকানে পাঠান। এ সময় ওই ব্যক্তি টাকা নিতে গেলে ক্যাম্পাসের ৪৩ ব্যাচের এক শিক্ষার্থী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সৌমিকের নাম বলেন। পরে সৌমিক ওই টাকা নিতে গেলে তাকে মারধর করেন ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীসহ ওই এলাকার কয়েকজন।

প্রত্যক্ষদর্শী এবং ৪৩ ব্যাচের ওই শিক্ষার্থীর ভাষ্যমতে, গত ১ সেপ্টেম্বর ইসলামনগর এলাকায় সৌমিকের সাথে কয়েকজনের ঝামেলা বাঁধে। তাঁকে কয়েকজন ধরে মারধর করে এবং তাঁদেরকে বলতে শোনা যায় ‘এই তুই ছিনতাইকারী’। এরপর স্থানীয় কয়েকজন জটলা দেখে এগিয়ে যান এবং বিষয়টি থামিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত সৌমিক সরকার বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমার কাছে সবকিছু গড়মিল লাগতেছে। 'তার শরীরে মারের দাগ কেনো জানতে চাইলে তিনি বলেন, 'কয়েকদিন আগে আমি বাইক এক্সিডেন্ট করেছি।'

এ ঘটনার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রনি হোসাইন। তিনি বলেন, এমন একটা ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচের এক শিক্ষার্থী ভুক্তভোগী বহিরাগত দুজনকে নিয়ে আসেন। তবে বহিরাগত দুজন কোনো অভিযোগ দেননি। কিন্তু আমরা ঘটনাটি তদন্ত করছি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ