ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ কর্মকর্তার নিজ বাড়িতে ব্যবহার

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিদ্যুৎ (এক্সপ্রেসওয়ে) লাইন থেকে ক্যাম্পাসের বাইরে নিজের বাড়িতে ব্যবহার করতেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের সহকারী টেকনিক্যাল অফিসার (ইলেকট্রিক) মো. আব্দুর রহমান।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এস্টেট শাখার অফিস প্রধান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, জনসংযোগ, প্রেস প্রকাশনা দফতরের পরিচালক ও অন্যান্য ঘটনাস্থলে গিয়ে এর প্রমাণ পান।

এই বিষয়ে ঘটনা জানতে চাইলে এস্টেট শাখার অফিস প্রধান ড. মো. মুছা মিয়া জানান, প্রাথমিকভাবে প্রমাণসহ তার স্বীকারোক্তি পেয়েছি। অধিকতর তদন্তের ব্যবস্থা গ্রহণ চলছে।

উল্লেখ্য, মো. আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ লাইন ব্যবহার করছিলেন। ফলে গ্রামে বিদ্যুতের লোডশেডিং হলেও তার ঘরে বিদ্যুৎ থাকত এবং লাইট, ফ্যান ও টেলিভিশন চলতো।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ