নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী অক্টোবরে খুলবে বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
শুক্রবার শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়ে খুলতে পারে আভাস দিলে নয়া শতাব্দীর পক্ষ থেকে ঢাবির সিদ্ধান্ত জানতে চাইলে তিনি এ কথা জানান।
ঢাবি উপাচার্য বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে পরিকল্পিত রোডম্যাপ নিয়েছি। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য সংগ্রহ শেষে আমরা সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব, অক্টোবরে কখন, কীভাবে বিশ্ববিদ্যালয় খোলা যায়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী ১ অক্টোবর থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ