নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেইজড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে (২য় ব্যাচ) ভর্তির আবেদনের সময় ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এ আবেদনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট এবং ফলাফল প্রকাশিত হবে ২০ আগস্ট। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ২৮ আগস্ট। ৯ সেপ্টেম্বর থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, স্কিল-বেইজড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ভর্তির আবেদনের শেষ তারিখ ছিল ১৫ জুলাই। সে হিসেবে আরও ১৫ দিন ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ