নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুর্যালের উত্তর গেটে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) আয়োজনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষক সমিত, অফিসার পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ ও কর্মচারী পরিষদের সদস্যসহ বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গশিপের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু জাফর বেপারীর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর, বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের রূপকার। উনাকে হত্যার হুমকি যারা দিতে পারে তারা বাংলাদেশের যেকোন ক্ষতি করতে পারে। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানায় সিকৃবি শিক্ষক সমিতি, গণতান্ত্রিক অফিসার পরিষদ ও সিকৃবি শাখা ছাত্রলীগ। সংগঠনগুলো প্রতিবাদ লিপিতে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, ঠিক সেই সময় একটি কুচক্রীমহল প্রধানমন্ত্রীর সাফল্যে ঈর্শান্বিত হয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে। সংগঠনগুলোর নেতৃবৃন্দ অনতিবিলম্বে তদন্ত করে হত্যার হুমকিদাতাসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করা এবং ভবিষ্যতে আর কেউ যেন এরকম দুঃসাহস দেখাতে না পারে তার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ