নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জাতীয় দৈনিক নয়া শতাব্দী পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর গাড়ি পার্কিং বেজমেন্ট সম্পূর্ণ পরিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাউন্ড বেজমেন্টের পার্কিং এরিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে সকল ময়লার স্তুপ ও অব্যবহৃত মালামাল।
সরেজমিনে দেখা যায়, পার্কিং এরিয়ার সকল ময়লার স্তুপ সরিয়ে সম্পূর্ণ জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কোথাও পড়ে নেই কোনো অব্যবহৃত মালামাল। দৃষ্টিনন্দন রূপে ফিরে পেয়েছে জবির পার্কিং এরিয়া। এখন সেখানে সাচ্ছন্দ্যের সাথে গাড়ি পার্কিং করতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
এর আগে, গত ১০ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় ময়লার স্তুপ’ এ শিরোনামে জাতীয় দৈনিক নয়া শতাব্দীতে সংবাদ প্রকাশিত হয়।
সে সময়ে ময়লা পরিষ্কারের ব্যাপারে কেয়ার টেকার অফিসের সহকারী রেজিস্ট্রার ইসমাইল হোসেন বলেন, ময়লা পরিষ্কার করতে জুন-জুলাই মাস পর্যন্ত সময় লেগে যাবে। তবে সংবাদ প্রকাশের কয়েকদিনের মধ্যে পার্কিং এরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন শিক্ষার্থীরা গাড়ি পার্কিং করতে পারবেন স্বাচ্ছন্দ্যেই। জবিতে ফিরবে গাড়ির সুশৃঙ্খল পরিবেশ।
নয়া শতাব্দী/এসআর/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ