ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

পাবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে অর্ণব-মামুন

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৩, ১২:৩৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলার শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে স্থাপত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব মল্লিককে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বুধবার (২৪ মে) সংগঠনটির প্রধান উপদেষ্টা সনজিত কুমার নাথ, সাবেক সভাপতি শাহ মো. আফতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক অর্ণব মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কমিটির অন্য পদগুলোতে আছেন সহ- সভাপতি মাকসুদ পারভেজ, কামাল সিদ্দিকী, সাজ্জাদ মাহমুদ রাকিব, ইকবাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ, দ্বীন মোহাম্মদ হৃদয়, ইরফান বিন হাবিব। সাংগঠনিক সম্পাদক হিসেবে অংকন সাহা, নজরুল ইসলাম মিরাজ, মাইদুল ইসলাম তোহা, আসিফুল হাসান জামি, তাসুয়া হামিদ। দপ্তর সম্পাদক তানসু দাস, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াদ। প্রচার সম্পাদক বিকর্ণ দাশ দিব্য, উপ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রিফাত। অর্থ সম্পাদক এমরান হোসেন তানিম, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সাকিব। ছাত্র কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপ-ছাত্র কল্যাণ সম্পাদক আরাফাতুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক মাধুরী আক্তার মায়া, উপ-নারী বিষয়ক সম্পাদক তাপরিয়া তুহি, সাংস্কৃতিক সম্পাদক আবু সায়েম, উপ-সাংস্কৃতিক সম্পাদক সজীব বড়ুয়া ও কার্যকরী সদস্য রহমত উল্লাহ, সাদমান খালেদ রাফিদ, সায়েদ শাহরিয়ার তুষার।

নতুন সভাপতি অর্ণব মল্লিক বলেন, পাবিপ্রবিতে আমরা যারা আছি তারা পরিবার থেকে অনেক দূরে, চাইলেও বাসায় যেতে পারি না। কিন্তু যখন সবাই এক সাথে মিলিত হই তখন আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, এলাকার খোঁজ খবর নিতে পারি। দায়িত্ব পাওয়ার পর সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। অতীতেও আমরা একসাথে থাকতে চেয়েছি, আগামী দিনেও সবাইকে নিয়ে একসাথে থাকবো।

সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, এই সংগঠনটি নিজের পরিবারের মতো। এখানে আসলে মনে হয় আমি আমার এলাকাতে আছি। যে প্রত্যাশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি উনাদের সেই প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবো। এখানে সবাই আমার আপনজন। তাই সবাইকে সাথে এই ক্যাম্পাসে একতাবদ্ধ থাকতে চেষ্টা করবো।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ