নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুস শুকুর আমানুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণিত বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল আল মোহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. অতীশ কুমার জোয়ারদার এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভগের প্রভাষক তন্ময় সাহা জয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো আব্দুল আল মোহিত বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সবার সাথে একত্রিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। নওগাঁ জেলা কল্যাণে কাজ করার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে আরও আন্তরিক হতে হবে। ভালো করে পড়াশুনা করার মাধ্যমে ভালো রেজাল্ট করে নওগাঁ জেলাকে সবদিক দিয়ে সমৃদ্ধ করতে হবে। ছাত্রদের মান উন্নয়নের জন্য একাডেমিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। গরিব শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার জন্য যাকাত ফান্ড ব্যবস্থা রাখতে হবে যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে না যায়।’
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ