নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া চলমান এসএসসি ও সমমান পরীক্ষাগুলো ২৩ মের পর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার (১৫ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় দীপু মনি বলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলো সব বোর্ডের সমন্বয় করে পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেয়া হবে।
এর আগে গতকাল বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সব বোর্ডের সোমবারের (১৫ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ