ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪
নীতিমালা প্রকাশ 

র‌্যাগিংয়ে জড়ালেই ফৌজদারি আইনে শাস্তি

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৩, ১০:৪৪ | আপডেট: ০৩ মে ২০২৩, ১০:৫৬

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বা বুলিংয়ে শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এসব ঘটনায় যদি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি বা সদস্যরা জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (০২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে। যা সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে। এই নীতিমালা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সব প্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নীতিমালা ‘শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ নামে অভিহিত হবে। এ নীতিমালা দেশে অবস্থিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

একে বলা হচ্ছে ‘শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’। যা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নীতিমালা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার র‌্যাগিং, র‌্যাগিং প্রতিরোধ কমিটির গঠন ও কার্যপরিধি, র‌্যাগিং প্রতিরোধে প্রতিষ্ঠান প্রধানদের করণীয়সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ