নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নানান জল্পনা শেষে নিজস্ব পদ্ধতিতেই হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিজস্ব প্রক্রিয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিন মহোদয়রা ভর্তি বিজ্ঞপ্তির জন্য স্বাক্ষরও করেছেন। এটি অনুমোদনের জন্য উপাচার্য স্যারের কাছে পাঠানো হবে। এতে আগামী ১০ মে থেকে ২৭ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।
জানা যায়, বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়৷ তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি যদি সরাসরি কোনো নির্দেশনা দেন। তবে সে নির্দেশনাকে সম্মানের সহিত দেখবেন ইবির শিক্ষকরা।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিল সভায় ইবির নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়৷ সেখানে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষা গ্রহণে বেশকিছু পদ্ধতি অনুসরণেরও পথ বাতলে দেন শিক্ষক সমিতির সদস্যরা৷
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ