নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বুধবার (১২ এপ্রিল) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক ও একনিষ্ঠ মানুষ। একজন সচেতন মানুষ হিসেবে দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই গুণী মানুষ। তার মৃত্যুতে জাতি একজন সচেতন নাগরিককে হারালো।
শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮১ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ