নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চারবছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার নয়া শতাব্দীকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুটেক্স তার নিজস্বতা বজায় রেখে আলাদাভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও শুভ সংবাদ। নিজস্ব পদ্ধতিতে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের বাছাই করতে পারবে বুটেক্স।
এছাড়াও বুটেক্স রেজিস্ট্রার আরও জানান, ‘প্রক্রিয়াধীন নতুন বিভাগ ম্যাটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এবার কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। পূর্বের ন্যায় ১০টি ডিপার্টমেন্টে মোট ৬০০ আসনে ভর্তি নেওয়া হবে। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ পাবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ