নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
‘রূপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনব্যাপী হিম উৎসব-২০২৩ শুরু হয়েছে আজ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের পাশে চিত্রপ্রদর্শনীর মাধ্যমে উৎসবটি শুরু হয়। সামাজিক সংগঠন ‘পরম্পরায় আমরা’ এ উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসব চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।
হিম উৎসব সম্পর্কে পরম্পরায় আমরা প্লাটফর্মের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান, খেলাধুলা, গানকে শহরের মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের মতো শিক্ষার্থী যারা গ্রামীণ, ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাদের সামনে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো করপোরেট হস্তক্ষেপ আশা করি না বলে কোনো স্পন্সরশিপ নিই না। সম্পূর্ণ জনগণের টাকায় এই উৎসবের আয়োজন করা হয়।’
উৎসবের প্রথম দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে লোকসঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ, চিত্রপ্রদর্শনী, কবিগান, নৃত্যানুষ্ঠান ও লাঠিখেলাসহ নানা আয়োজন নিয়ে এবারের হিম উৎসবে রয়েছে আরও নানা আয়োজন।
বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪ টায় লাঠিখেলা, সন্ধ্যা ৬ টায় কবিগান ও দিনব্যাপী পারফরম্যান্স আর্ট অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিন (২৬ জানুয়ারি ) সকালে চারুকলা বিভাগের বর্ধিত অংশে ‘দৃশ্যত’ নামক আর্ট ক্যাম্প পরিবেশিত হবে। সকাল ১১ টায় পরিবেশিত হবে ‘তাই জানাই গানে’ (কথা ও গান) এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে অনুষ্ঠিত হবে ভাব সংগীতের আসর ‘কোথায় পাবো তারে’।
এছাড়াও উৎসবের তিনদিন জুড়ে থাকছে জহির রায়হান অডিটোরিয়ামের পাশে বিভিন্ন চিত্রপ্রদর্শনী।
প্রসঙ্গত, বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৫ সালের ডিসেম্বরে সামাজিক সংগঠন ‘পরম্পরায় আমরা’ প্রতিষ্ঠা করেন। সংগঠনের উদ্যোগে তৃতীয় বারের মতো পালিত হচ্ছে হিম উৎসব।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ