নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
শ্রেণিকক্ষ বরাদ্দের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি উত্থাপন করেন। এসময় প্রশাসন অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ শিক্ষার্থী। পরে এ দাবি নিয়ে তারা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।
অনশন কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান সহ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সম্পাদক নাসিম আহমেদ জয় তাদের দাবি নিয়ে প্রশাসনের সাথে আলোচনার আশ্বাস দিলে অনশন কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে সাক্ষাত করতে গেলে তিনি আমাদের দাবি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোন আশ্বাস দেননি। ফলে আমরা আমরন অনশন শুরু করি। পরে শিক্ষক নেতারা প্রশাসনের সাথে আলোচনার আশ্বাস দেন।
শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দাবির বিষয়ে আশ্বস্ত করে আমরা তাদের ক্লাস-পরীক্ষায় ফিরতে বলেছি এবং তাদের দাবির সাথে একমত পোষণ করেছি। তারা আমাদের কথা মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেছে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। ভবনটির চতুর্থ তলার কাজ সম্পন্ন হলে চাহিদা অনুযায়ী যেন তারা বরাদ্দ পায় এ বিষয়টি আমরা দেখবো।’
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ভবনটির চতুর্থ তলার কাজ এখনও শেষ হয়নি। ঠিকাদার কাজ বুঝিয়ে দেওয়ার পর ইকুয়িটির ভিত্তিতে যত দ্রুত সম্ভব কক্ষ বন্টন করা হবে।’
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ