নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে দত্তপাড়া রসুলবাগ এলাকার ডিস ব্যবসায়ী সেন্টুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত সেন্টু টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ভুক্তভোগী ইয়াসিন পাঠান সেন্টু নয়া শতাব্দীজে জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে পূর্বে তারা আমাকে কুপিয়ে জখম করে। তারপর আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি, আসামিরা জামিনে বেরিয়ে আমার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। এবং পূর্বের জের ধরে তারা আজকে আবার আমাকে কুপিয়ে জখম করে ও আমার মেয়ের জামাই সাংবাদিক মারুফ আহমেদ এ ঘটনার প্রতিবাদ করলে তাকে এলোপাতারি মারধর করে গুরুতর জখম করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ