নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ নতুন ব্রিজ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরী পাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মো. আব্দুল খালেক (২৯), একই এলাকার আবুল বাছেরের ছেলে মো. খাইরুল আমিন (৩০), কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডস্থ উত্তর নুনিয়ারছড়ার মো. হোসাইনের ছেলে মো. সাইফুল ইসলাম প্রকাশ সাদ্দাম (২৫), কক্সবাজার শহরের পেশকা পাড়ার মৃত শাহজাহানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৬), পৌরসভার ৯ ওয়ার্ডের খুইল্যা মিয়ার ছেলে মো. রায়হান (২৫) ও মহেশখালী উপজেলা দেবেঙ্গা পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৬)।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, রোববার রাতে একটি ডাকাত দল অস্ত্রসহ পৌরসভার কস্তুরাঘাটস্থ নতুন ব্রিজ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে যায় র্যাবের একটি দল। অভিযানে র্যাবের পরিস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় ধাওয়া করে করে জলদুস্য সর্দার আব্দুল খালেকসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১টি একনলা বন্দুক, ২টি কিরিচ, ১টি রামদা, ২টি টর্চলাইট, নগদ ১৮ হাজার ৩০০ টাকা ও ৮টি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্দীঘদিন ধরে অপরাধমূলক নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত। চক্রটি কস্তুরাঘাট নতুন ব্রিজের এলাকায় অস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। এরপূর্বে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির পাশাপাশি চুরি, ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করতো।
গ্রেফতারদের মধ্যে ডাকাত দলের সর্দার আব্দুল খালেকের বিরুদ্ধে ৯টি, সাইফুল ইসলাম প্রকাশ সাদ্দামের বিরুদ্ধে ৫টি, আরিফুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং খাইরুল আমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে তথ্য পাওয়া যায় বলেও জানান র্যাব-১৫ এর এই অধিনায়ক লে. কর্ণেল।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ