নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য রামু উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সোহেল সরওয়ার কাজল। তিনি কক্সবাজার-৩ আসনের বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলের বড় ভাই।
সোমবার (১৯ নভেম্বর) দুপুরে সোহেল সরওয়ার কাজল সাংবাদিকদের জানান, তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন। এজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এর আগে তিনি কক্সবাজার জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমা দেন। পরে জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্রটি পাঠিয়ে দেন।
জানা যায়, সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামু উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি কক্সবাজার-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ রামু উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ২৪ মার্চ তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মনোনয়ন পেতে দীর্ঘদিন যাবৎ লভিং করে আসছেন তিনি। এবং ইতোমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেছেন, মনোনয়ন পেতে তিনি অনেক আগে থেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ