নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের নান্দাইলে মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. খোকন সরকার (৫০) নামের এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মিশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক।
নিহত খোকন সরকার উপজেলার ওই গ্রামের মৃত মিয়া মুনসুর আহমেদের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, খোকন একজন মৎস্য খামারি। তিনি আজ দুপুরে নিজের খামারে সেচ দিতে যান। এ সময় মোটর পাম্পের সুইচ দিতে গেলে খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ