ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২২:৪৪

ময়মনসিংহের নান্দাইলে মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. খোকন সরকার (৫০) নামের এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মিশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক।

নিহত খোকন সরকার উপজেলার ওই গ্রামের মৃত মিয়া মুনসুর আহমেদের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, খোকন একজন মৎস্য খামারি। তিনি আজ দুপুরে নিজের খামারে সেচ দিতে যান। এ সময় মোটর পাম্পের সুইচ দিতে গেলে খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ