ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

জাপার মনোনয়নপত্র কিনলেন জামালপুরের আনোয়ার হোসেন 

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২২:২৪

আগামী দ্বাদশ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হয়। আগামীকাল পর্যন্ত ফরম বিক্রি চলবে। ফরমের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা।

জাতীয় পার্টির কার্যালয় থেকে সোমবার দুপুরে মনোনয়নপত্র কিনেছেন জামালপুর সদর আসনের জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন।

এসময় তিনি বলেন, জাপা চেয়ারম্যানের নির্দেশনায় দলের সাংগঠনিক প্রতিটি কর্মযজ্ঞ যথাসময়ে পালন করেছি। জাতীয় পার্টি থেকে আগে জামালপুর সদর উপজেলায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল তারা জাতীয় পার্টিকে হাসির পাত্রে পরিণত করে শুধুমাত্র নিজেদের ফায়দা লুটেছে।

তিনি আরও বলেন, আমি জাতীয় পার্টির মনোনয়ন পেলে অবহেলিত সদর উপজেলার প্রতিটি উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করবো। এই জনপদের মানুষদের সেবা দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। বেকারত্ব দূর করার লক্ষ্যে গড়ে তুলবো শিল্পকারখানা। আমি বিশ্বাস করি, দল আমাকে মনোনয়ন দিবেন। তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীসহ সদর উপজেলার ভোটারদের নিকট দোয়া প্রার্থনা করেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ