নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপন ভাই-বোন।
রোববার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাটোর-৪ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
দুই ভাই-বোন হলেন- প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ও একমাত্র মেয়ে অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।
আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে জেলা আ.লীগের সদস্য।
আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, আমার বাবা প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেব গুরুদাসপুর-বড়াইগ্রাম দুই উপজেলার ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। বাকি কাজগুলো মৃত্যুর কারণে সমাপ্ত করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি সন্তান হিসেবে বাকি সেই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করতে চাই।
দুই উপজেলার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজের আদর্শ, মেধা ও দূরদর্শিতা দিয়ে উন্নয়নে আরও ত্বরান্বিত করতে চান আসিফ।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরিপের মাধ্যমে নাটোর-৪ আসনে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে তিনি মনোনয়ন পাবেন। তবে প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন তার জন্যই নৌকাকে জয়যুক্ত করার জন্য কাজ করবেন।
অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, আমি নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের জনগণের পাশে থাকতে চাই। রাজনৈতিক কর্মকাণ্ডে দলের প্রতি শতভাগ আনুগত্য রেখে ত্যাগ স্বীকার করে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। ছাত্র জীবন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাই দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশা করছি দল এবং প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেন না। তারপরও দলের হাইকমান্ড যার প্রতি আস্থা রাখবে তার হয়েই আমি কাজ করে যাবো।
তিনি আরও বলেন, আমি মনোয়ন পেলে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নারী নেতৃত্ব যে দুর্বল নয় সেইটা প্রমাণ করে দিবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।
পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়। দুই উপজেলা থেকে আ.লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন আ.লীগের ১৭ প্রার্থী। গত ১৫ সেপ্টেম্বর আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকায় মনোনয়ন দেন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ