ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

নান্দাইলে ঘরের তালা কেটে অটোরিকশা চুরি 

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২০:০৫

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা কেটে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে স্বপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাত চোরেরা ঘরের তালা কেটে স্বপন মিয়ার ভাগিনা আলমের একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। আলম চরকামট খালী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও আলমের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার রাতে আলম অটোরিকশাটি তার বাড়ির পাশেই মামার বাড়িতে চার্জে বসিয়ে বাড়িতে চলে যায়। পরে রাতেই কোনো একসময় সংঘবদ্ধ চোরচক্র ঘরের পাশেই বারান্দার তালা কেটে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।

আলমের মামা স্বপন মিয়া বলেন, আমার ঘরের পাশেই বারান্দায় আলম তার অটোরিকশা চার্জ করতো। প্রতিদিনের ন্যায় রোববার রাতে আলম অটোরিকশাটি চার্জে বসায়। সোমবার সকালে অটোরিকশাটি বের করতে বারান্দায় গিয়ে দেখি ঘরের দুটি তালা কাটা। আর অটোরিকশাও নেই।

অটোরিকশাচালক আলম বলেন, আমি খুব গরীব। তিনবছর আগে অনেক কষ্টে ধারদেনা করে অটোরিকশা কিনেছি। এই আয় দিয়েই চলতো আমার সংসার। এই গাড়িই চুরে নিয়ে গেছে। এখন আমি কিভাবে চলবো। আমি অসহায় হয়ে পড়েছি। মঙ্গলবার দিন থানায় গিয়ে অভিযোগ দিবো।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ