ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

ন্যায় বিচারে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালী ইউএন‌ও

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৯:৪৪

পিরোজপুরের কাউখালীর বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হানিফকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএন‌ও) স্বজল মোল্লা।

সোমবার ২০ (নভেবর) সকালে ইউএন‌ও নিজে বিদ্যালয়ে গিয়ে কঠোর ভাষায় অপরাধীদের ভর্ৎসনা করেন এবং প্রকাশ্যে তাদেরকে দিয়ে ভুক্তভোগী শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের এক ছাত্রীর আত্মীয়-স্বজন দ্বারা শিক্ষক মো, আবু হানিফ লাঞ্ছিত হন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ