ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

রূপগঞ্জে বাড়ির গেইট আটকে স্কুল শিক্ষিকার ঘরে আগুন, দগ্ধ ১

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৮:৫৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিমু আক্তার নামের এক স্কুল শিক্ষিকার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে প্রতিপক্ষরা। এতে শিক্ষিকার মা বিউটি বেগম (৫০) দগ্ধ হয়েছে। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাবিব নগর এলাকায় এই ঘটনা ঘটে।

শিক্ষিকা শিমু আক্তার জানান, সোমবার সকালে ভক্তবাড়ী এলাকায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সাথে স্থানীয় জাহের আলীর জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান হারেজ ও জাহেরের ছেলে মতিন আহত হয়।

এদিকে, শিক্ষিকার ভাই বেলায়েত হোসেন জাহেরের ভাতিজা আনিছের সাথে সু-সম্পর্কের কারণে ক্ষীপ্ত হয়ে বিকেল ৩টার দিকে হারেজের ছেলে জুয়েলের নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাবিব নগরে তাদের বাড়িতে হামলা করে।

এ সময় শিক্ষিকা ১২ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন। হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পর গেইট আটকে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন গেইটের ভিতরে থাকা শিক্ষিকার মা বিউটি বেগম আগুনে দগ্ধ হয়। ঘরের ভেতর থাকা ছেলে-মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

দগ্ধ বিউটি আক্তারকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, বাড়িঘরে হামলা ও আগুনে দগ্ধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ