নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সমর্থকদের গাড়ি বহরে থাকা ৮টি প্রাইভেটকার-মাইক্রোবাস দুর্ঘটনায় ১২ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, আজহারুল ইসলাম, আলম মিয়া, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, আশিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কালু। এছাড়া আরও দুজন নেতাকর্মীকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, আজ আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেবেন। সেই লক্ষ্যে সকালে ধনবাড়ী-মধুপুর এলাকা থেকে শতাধিক গাড়ি যোগে ঢাকা যাওয়ার পথে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে বহরে থাকা ৮টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১২জন নেতাকর্মী আহত হয়। পরে তাদের মধ্যে দুজনকে স্থানীয় একটি ক্লিনিক ও অপর ১০জনকে কুমুদিনী হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ