ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বাগাতিপাড়ায় জামায়াতের আমির গ্রেফতার 

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১২:২৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরার পথে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট, পেড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সোমবার সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, গুরুদাসপুর উপজেলার জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম কে চাঁচকৌড় বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করেছে পুলিশ।

জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা আমীর মাওলানা একেএম আফজাল হোসেন এবং জামায়াত কর্মী জাহাঙ্গীর আলমকে কে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ