ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

নিখোঁজের দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ২৩:৫১

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর তাসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তাসলিমা খাতুন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।

নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে ডিভোর্স হয়। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। গত ২ অক্টোবর সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। ওইদিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

এরপর বুধবার বিকালে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তাসলিমাকে সোহান হত্যার পর লাশটি বাশবাগানে রেখে দিয়েছিল।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ