ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

গ্রেফতার এড়াতে দুই যুগ পালিয়ে ছিলেন তিনি

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ২৩:১২

কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ। ১৯৯৬ সালের একটি হত্যা মামলায় টানা ২৭ বছর পলাতক থাকা ওই আসামিকে বরইতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে বুধবার (৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদাস্থ মহছনিয়াকাটা গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে একটি হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘ ২৭ বছর পলাতক ছিল আব্দুল হক। আসামি এলাকায় ফিরেছে খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোলাইমান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তবে মামলাটি দীর্ঘদিন আগের হওয়ায় নথিপত্র না পেয়ে কাকে হত্যা করেছিল এবং মামলার বাদি কে তা জানাতে পারেননি ওসি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ