ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

নান্দাইলে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ২২:৪৫

ময়মনসিংহের নান্দাইলে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে বাদল চন্দ্র আচার্য (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার আচাঁরগাও ইউনিয়নের উদং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাদল চন্দ্র একই গ্রামের ঠাকুর বাড়ির হেমেন্দ্র চন্দ্র আচার্যের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাদল চন্দ্র পল্লী চিকিৎসক ছিলেন। উপজেলার স্থানীয় জামতলা বাজারে ফার্মেসি ছিল তার। সোমবার দুপুরে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সবার অজান্তে ঘরের বারান্দার রুমে গলায় দড়ি লাগিয়ে ফাঁস নেন তিনি। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখেন ফাঁসিতে ঝুলছেন বাদল।

নান্দাইল মডেল থানার এসআই মো. সুজন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ