ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

কোরআন তেলাওয়াতে শেরপুরে সেরা রবিউল

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৩, ২৩:৫৪
মো. রবিউল হক

শেরপুর জেলায় কোরআন তেলাওয়াত (হিফজুল কোরআন) প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে রৌপ্যপদক বিজয়ী হয়েছেন নকলার মো. রবিউল হক (১২)।

রবিউল হক কলাপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন ও মোছা. রহিমা বেগমের ছেলে। সে কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী।

রবিউল পবিত্র কোরআনের পাঁচ পারা গ্রুপের তেলাওয়াতের প্রতিযোগী হিসেবে জেলা-উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত তিন শতাধিক প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ পারা গ্রুপের কোরআন তেলাওয়াতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ এলাকাস্থ মাদরাসাতুল হুফফাজ-এর মিলনায়তনে সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন জেলার কোরআনে হাফেজ, কারি ও আলেম-উলামা।

কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান জানান, মো. রবিউল হক পবিত্র কোআনের ১৩ পারা মুখস্থ করেছে। সে বর্তমানে ১৪ পারা পড়ছে।

রবিউলের ওস্তাদ হাফেজ ইমামম হোসেন জানান, রবিউল খুবই মেধাবী শিক্ষার্থী। সে গত বছর কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় হিফজ বিভাগে ভর্তি হয়েছে।

মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. শহিদুল আলম বলেন, আমাদের মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো. রবিউল হক পবিত্র কোরআন তেলাওয়াতে জেলার শ্রেষ্ঠ হয়েছে। এটা শুনেই আনন্দে মনটা ভরে গেছে। তার জন্য প্রাণ খোলে দোয়া করছি, সে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, মাদরাসার হুজুরদের কাছে শুনেছি রবিউল নাকি খুবই মেধাবী। তাকে সঠিকভাবে দেখভাল করলে পবিত্র কোরআন তেলাওয়াতে ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্বের সুনাম অর্জন করতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ